Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

সিটিজেনচার্টার (নাগরিকসনদ)

 

  1. সকলশ্রেণীর কৃষকের জন্য কৃষিসম্প্রসারণ সহায়তাদেয়াঃ

সবধরনের কৃষকপরিবারের সকলসদস্য তাদের প্রয়োজনানুযায়ী যাতে সেবা পেতে পারে তার নিশ্চয়তা দেয়া।

  1. কৃষকদের দক্ষ সম্প্রসারণ সেবা প্রদানঃ

দক্ষসম্প্রসারণকর্মীর মাধ্যমে শস্য, মৎস্য, পশুসম্পদ, বন ও পারিবারিক উদ্যোগে কৃষকের সর্বাধিক ব্যয়সাশ্রয়ী সেবা প্রদানকরা।

  1. কৃষিবিষয়ক কর্মসুচী প্রণয়ন বিকেন্দ্রীকরণঃ

তথ্যচাহিদা চিহ্নিতকরণ ও চাহিদার প্রতি সাড়াপ্রদান, স্থানীয় সম্পদ সর্ম্পকে তথ্যসংগ্রহ, কর্মসূচী পরিকল্পনা প্রশিক্ষণএবং

গণমাধ্যম ভিত্তিকভাবে কর্মসূচীপ্রণয়ন।

  1. চাহিদা ভিত্তিক কৃষি সম্প্রসারণঃ

চিহ্নিতচাহিদা, সমস্যা ও সম্ভাব্যতার উপর ভিত্তি করে সকল সম্প্রসারণ কার্যক্রম গবেষণাদির বিষয়বস্তু নির্ধারণ করা।

  1. সকল শ্রেণীর কৃষকদলের সাথে কাজ করাঃ

কৃষকের কাজে সর্বাধিক সুবিধা পৌঁছে দিতে মাঠ পর্যায়ে বিদ্যমান পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রকার কৃষক দলের সাথে কাজ

               করা।

  1. কৃষি গবেষণা ও কৃষিসম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণঃ

কৃষকদের উপযুক্ত পরামর্শ দিতে তাদের প্রয়োজনানুযায়ী কৃষি গবেষণাগারের মাধ্যমে সমস্যার সমাধান বের করতে কৃষি গবেষণা ও

কৃষি সম্প্রসারণের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলা।

  1. সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষণঃ

কৃষকের সেবা চাহিদার উপর ভিত্তি করে সম্প্রসারণ কর্মীদের প্রশিক্ষণ দেয়া।

  1. উপযুক্ত সম্প্রসারণ পদ্ধতির ব্যবহারঃ

বিভিন্ন শ্রেণীর কৃষকের সুনির্দিষ্ট সম্প্রসারণ উদ্দেশ্যাবলী অর্জনের লক্ষ্যে সম্প্রসারণ সংস্থা ও কর্মীবৃন্দ খামার পরিদর্শণ, গণমাধ্যম,

প্রশিক্ষণ ,মেলাপরিদর্শণ ও উদ্বুদ্ধকরণভ্রমণ ও অংশগ্রহনমূলক পদ্ধতিসমূহ ব্যবহার।

  1. সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদানঃ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরও বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সম্প্রসারণ সহায়তা প্রদানকরা।

  1. সম্মিলিত সম্প্রসারণ কার্যক্রমঃ

সম্পদসমূহের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে তথ্য ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে সম্প্রসারণসেবা

  •  
  1. পরিবেশ সংরক্ষণে সমন্বিত সহায়তা প্রদানঃ

প্রাকৃতিক পরিবেশের জীব বৈচিত্রের ভারসাম্য রক্ষার অনুকূলে ভূমি, পানি ও বায়ুদূষণ ও ক্ষয়নিয়ন্ত্রণ,পরিবেশসুরক্ষাকারী

এবংব্যবস্থাপনা ও সরকারী এবংব্যক্তি খাতের পরিবেশ সংক্রান্ত বিষয়াবলী রক্ষার সক্ষমতা বৃদ্ধিকরা।

  1. কৃষি বানিজ্যিকীকরণঃ

কৃষকের উৎপাদিত পন্যের বাজারজাতকরণে এবংন্যায্যমূল্য পেতে সহায়তা করা।

  1. কৃষিতথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারঃ

কৃষি বিষয়ক যেকোন তথ্য ,পরামর্শ এবং প্রযুক্তি কৃষিকর্মী, কৃষক এবংসাধারণ জনগনের মধ্যে পৌঁছানো।