সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ
বাংলাদেশের উত্তর পূর্বাংশে হাওর, বাওর, খাল, বিল, নদী-নালা, পাহাড়, টিলা, বনাঞ্চল আর সমতল ভুমির অপূর্ব সমন্বয়ে গঠিত সুনামগঞ্জ জেলা গঠিত। এ জেলার মোট আয়তন ৩৭৪৭.১৮ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ২৬৯৫৪৯৫ জন। মোট ১২ টি উপজেলার সমন্বয়ে এ জেলা গঠিত। এ জেলা কৃষি পরিবেশ অঞ্চল ২০,২১, ২২,২৯ এর অন্তভূক্ত। জেলায় আবাদি জমির প্রায় ৬০ ভাগ হাওরে অবস্থিত। ছোট বড় ১৩৭ টি হাওর ও বিল রয়েছে।
ক্রমহ্রাসমান চাষযোগ্য জমি থেকে ক্রমবর্ধমান জনগোষ্ঠির খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ কৃষকের নিকট চাহিদা অনুযায়ী প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিগত তিন বছরে চাল, গম, ভূট্টা ও আলুসহ শাক-সবজীর উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে বিগত তিন বছরে চালের মোট উৎপাদন হয়েছে ৩৩৯৭৪১৪ মেঃ টন (২০২০-২১-১১৪৭৩০৩, ২০২১-২২-১১২০৬৭২, ২০২২-২৩-১১২৯৪৩৯) এবং ২০২২-২৩ অর্থবছরে মোট খাদ্যশস্যের (চাল+গম+ভূট্টা) উৎপাদন হয়েছে ১১৩৫৩০৭ মেঃ টন। খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন ফসলের আধুনিক ও ঘাত সহিষ্ণু জাত, পানি সাশ্রয়ী প্রযুক্তি, সুষম মাত্রায় সার ব্যবহার, পার্চিং, আধুনিক চাষাবাদ, মানসম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণ, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব ও সবুজ সার তৈরী ও ব্যবহার বৃদ্ধি ইত্যাদি প্রযুক্তি সম্প্রসারণে সাফল্য অর্জিত হয়েছে। মোট জনগোষ্ঠির প্রায় অর্ধেক নারীকে কৃষিতে সম্পৃক্তায়নের লক্ষ্যে নারীসহ বিগত তিন বছরে প্রায় ৩৩৫০০ জন কৃষক/কৃষাণীকে লাগসই আধুনিক প্রযুক্তির উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS